উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে শাখতার দোনেৎস্ককে। চোটের কারণে মাঠের বাইরে রবার্ত লেভানদোভস্কি, রাফিনহা, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ংরা। তাদের অনুপস্থিতিতে তরুণদের ওপর আস্থা রাখা কোচ জাভি হার্নান্দেজ পেলেন প্রতিদান।

প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় বার্সা। ম্যাচ ঘড়ির এক ঘণ্টা পার হতে শাখতার একটি গোল শোধ দিয়েছিল। কিন্তু বার্সার ৩ পযেন্ট পাওয়অর পথে তা বাধা হতে পারেনি।

৮ মিনিটে ওরিওল রোমেউ বক্সের প্রান্তে বল দখল করেন। তার বাড়ানো বল ফারমিন লোপেজ লক্ষ্যে রেখেছিলেন। কিন্তু তার শট দারুণভাবে ঠেকিযে দেন শাখতার গোলকিপার দিমিত্রি রিজনিক। ২৫ মিনিটে হোয়াও কানসেলোর নিচু শট সহজেই রুখে দেন তিনি।

দুটি সুযোগ কাজে লাগাতে না পারলেও আধঘণ্টার মধ্যে লিড নেয় বার্সা। ২৮ মিনিটে ইকে গুন্ডোগানের বাড়ানো বলে ফারমিনের শক্তিশালী শট দূরের পোস্টে আঘাত করে। বল ফিরে এলে ফেরান তোরেস ডানপায়ের শটে গোলমুখ খোলেন। তবে সঙ্গে সঙ্গে সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করতে পারেননি তিনি। রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর চেকে গোলের রায় দেন তিনি।

বিরতির আগেই স্কোর ২-০ করে স্বাগতিকরা। ৩৬ মিনিটে ফেরানের বাড়ানো পাস ধরে ফারমিন জোরালো শট নেন। এবার পোস্টের ভেতরে বল আঘাত করে জাল কাঁপায়।

আরেকবার বার্সা শাখতারের জালে বল জড়ালেও গোল হয়নি। ৫৯ মিনিটে কানসেলোর থ্রু বল থেকে প্রতিপক্ষের রক্ষণ চিড়ে ফেরান লক্ষ্যভেদ করেন। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। এর তিন মিনিট পর দ্বিতীয়ার্ধে সুডাকোভ একটি গোল শোধ দেন। শেষ পর্যন্ত লিড ধরে রেখে বার্সা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতলো বার্সা। ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে।