কোভিড মহামারীতে দুই বছর সীমিত পরিসরে হজ পালন হলেও এবার দুয়ার খুলছে সৌদি আরব। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে।

সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে হজ পালিত হয় সৌদি আরবে। কিন্তু ২০১৯ সালে বিশ্বে করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার পর সৌদি আরব বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি।

ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা নিয়ে সীমিত পরিসরে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এই সম্মেলন। এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আরব নিউজ জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবে। তবে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তবে হজযাত্রী সংখ্যা নির্ধারিত করে দেওয়ায় এবার আগেভাগেই রেজিষ্ট্রেশন করে ফেলতে হবে।

যুক্তরাষ্ট্র থেকে আসন্ন হজে প্যাকেজ দিচ্ছে মিয়ামীর প্রখ্যাত আল মদিনা হজ এন্ড উমরা সার্ভিস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নর্থ মায়ামীর মসজিদ তৌহিদ এর খতিব এবং ইমাম ফখরুল ইসলাম আলমগীর এফবি নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন, চলতি বছরের প্যাকেজের মূল্য এখনো নির্ধারণ করা না হলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত রেজিষ্ট্রেশন করতে হবে।

হজে যেতে আগ্রহীরা নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করুন-

Fakhrul islam alamgir
President of Al madina hajj & umrah service
Phone: 7869014304
Email: almadinahajjumrahservic@gmail.com