অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারালো বাংলাদেশ। আজ ব্লুমফন্টেইনে নেপালকে ১৬৯ রানে আটকে দিয়ে ৫ উইকেটের জয় তুলে নেয় মাহফুজুর রহমান রাব্বীর দল। সেমিফাইনালে উঠতে এই ম্যাচে জয় অপরিহার্য ছিল জুনিয়র টাইগারদের। তবে সব চাপ সামাল দিয়ে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে নেপালকে ১৬৯ রানের মধ্যে আটকে দিয়ে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের ভিতটা তৈরি করে দেন বোলাররাই। ১৯ রানে ৪ উইকেট নিয়ে নেপালকে অল্প রানে গুটিয়ে ফেলার প্রধান নায়ক পেসার রোহানাত দৌল্লাহ, ৩৪ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার পারভেজ জীবন।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলমের ৪৩ বলে ৫৫ রানের ইনিংসে কাজ সহজ হয়ে আসে বাংলাদেশের। পরে আরিফুল ইসলামের ৩৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ১৪৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।
সেমিফাইনালে যেতে নেট রানরেট হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে সেটিও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ১৬৯ (কুমাল ১৩, রাওয়াল ২, ত্রিপাঠি ৩, খানাল ৩৫, বিক্রম ৪৮, ঝা ৩, বোহারা ৩, কান্ডেল ৩, ভান্ডারি ১৮*, চাঁদ ০, গুপ্ত ৯; ইকবাল ৯-০-২৮-১, মারুফ ৬-০-৩৪-১, রোহানাত ৮.৫-২-১৯-৪, মাহফুজুর ১০-০-২২-০, জীবন ১০-২-৩৪-৩, আরিফুল ১-০-৫-০, জিসান ৫-০-১৬-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৫.২ ওভারে ১৭০/৫ (আশিকুর ১৬, জিসান ৫৫, রিজওয়ান ১৫, আরিফুল ৫৯*, আহরার ১২, শিহাব ০, জীবন ৫*; ঝা ৪-০-২৯-০, চাঁদ ৩-০-৪২-০, গুপ্ত ৩-১-১১-০, কান্ডেল ৬-০-২৯-০, ভান্ডারি ৮-০-৪৪-৫, খানাল ১-০-১১-০, কুমাল ০.২-০-২-০)