অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার আসামী রায়হান সিদ্দিকী আম্মানকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। অপর আসামী সহকারী প্রক্টর দ্বীন ইসলামের  জামিন আবেদন বাতিল করা হয়েছে।   আজ (বুধবার) দুপুরে আইনজীবীদের শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

এর আগে একই মামলায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের হাজতে পাঠানো হয়।

আজ আবারও দ্বীন ইসলামের জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।

গতকাল মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে  দ্বীন ইসলামকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।