চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০শে এপ্রিল থেকে। আজ (সোমবার) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে সংশোধিত সিলেবাসে।’
করোনা অতিমারি ও বন্যার কারণে গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সাত মাস পিছিয়ে শুরু হয় ১৫ই সেপ্টেম্বর। ফল প্রকাশ করা হয় ২৮ নভেম্বর। অতিমারি পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে সব বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার।












