সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। আদালতে অভিযুক্ত হওয়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন ট্রাম্প। শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুটি প্রচারণায় ট্রাম্প বলেন, এই অভিযোগের অর্থ হলো ‘দুর্নীতিগ্রস্ত’ এফবিআই এবং বিচার বিভাগের ‘নির্বাচনে হস্তক্ষেপ’।
এসময় তিনি অভিযোগের কথা অস্বীকার করেছেন।
জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় রিপাবলিকান দলীয় সমর্থকদের উদ্দেশে ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের সামনে কখনোই নতিস্বীকার করতে প্রস্তুত নন তিনি। ২০২০ সালে মতো ২০২৪-এর নির্বাচনেও বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
গত তিন মাসের ভেতর দুই দফা আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। এতে সরকারি নথি নিজের কাছে রাখা, ন্যায়বিচারে বাধা দেয়াসহ বেশ কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ট্রাম্পকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারক।
যদিও ট্রাম্প এবং তার সহযোগীদের মতে, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছেন। কিন্তু বিচার বিভাগের পক্ষ থেকে এই তদন্ত হওয়ায় এমন অভিযোগ টিকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।