দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জামিন দিয়েছেন দেশটির হাইকোট।

গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জামিন দিয়েছে দেশটির আদালত। এর ফলে প্রায় চার বছর স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার পাকিস্তানে ফেরার কথা রয়েছে তাঁর। তবে এতে করে দেশে ফেরার পরই তাকে গ্রেফতারের যে আশঙ্কা ছিল তা দূর হয়েছে। নওয়াজ শরীফের আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তাঁর এই জামিনের মেয়াদ রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

আদালতের এই সিদ্ধান্তের ফলে আগামী শনিবার তার রাজনৈতিক প্রাণকেন্দ্র লাহোরের জনসভায় নওয়াজ শরীফের যোগদানের বিষয়ে আর কোনো বাধা রইল না। যদিও এই সময়ে তার প্রাথমিক রাজনৈতিক প্রতিপক্ষ ইমরান খান দিন কাটাচ্ছেন কারাগারের অভ্যন্তরে বন্দী অবস্থায়।

এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে পিএমএলের চেয়ারম্যান রাজা মোহাম্মদ জাফর উল হক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা আমাদের জন্য নতুন করে শুরুর মতো, তার ফিরে আসাকে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।’ নওয়াজ শরীফের আইনজীবী আমজাদ পারভেজ এএফপিকে জানান, ইসলামাবাদ হাইকোর্ট তাকে আত্মরক্ষায় ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দিয়েছে যা অর্থ পাকিস্তানে আসলেই তাকে গ্রেফতার করা যাবে না।

নওয়াজ শরীফ পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। ২০১৭ সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং দুর্নীতির দায়ে দোষী হওয়ায় তাকে আজীবন রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়।