ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ছয়জন। স্থানীয় সময় শনিবার (২৩ শে জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

শহরটির গভর্নর ইউসেফ কারেগার জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাউদবাল নদীতে বেড়ে যায় পানির উচ্চতা। এতে প্রদেশটির ১০ টিরও বেশি গ্রামে বন্যা দেখা দেয়। এক দশক ধরে খরার সম্মুখীন দেশটিতে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা দিয়ে আসছিলো সেদেশের আবহাওয়া বিভাগ।

তিনি আরও বলেন, উদ্ধার কাজ অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫৫ জনকে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি।

এর আগে ২০১৮ সালের মার্চ মাসে, ফারস প্রদেশে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছিল অন্তত ৪৪ জনের।