বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত-অনিল কাপুর। এই জুটি ‘তেজাব’, ‘বেটা’, ‘খেল’, ‘পারিন্দা’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন ।  ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল ধামাল’ ছবিতে তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।
পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, সুযোগ পেলেও তিনি কখনও অনিল কাপুরকে বিয়ে করবেন না। সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১৯৮৯ সালে এক সাক্ষাৎকারে মাধুরীকে প্রশ্ন করা হয়েছিল, সহ অভিনেতা অনিল কাপুরকে কি তিনি বিয়ে করবেন কখনও? মুভি ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘না। ওর মতো কাউকে বিয়ে করতে চাই না। ও প্রচণ্ড সংবেদনশীল, আমি স্বামী হিসেবে শান্তশিষ্ট কাউকে চাই। অনিলের সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করেছি। তাই ওর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের সম্পর্ক নিয়ে চর্চা চলে, রসিকতাও করি এগুলোতে।’

১৯৮৪ সালে সুনিতা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুর। দম্পতির তিন সন্তান, সোনম কাপুর, রিয়া কাপুর এবং হর্ষবর্ধন কাপুর। অন্যদিকে, ১৯৯৯ সালের ১৭ অক্টোবর চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। বিয়ের পর কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। ২০১১ সালে ফের ভারতে ফিরে আসেন। তাদের দুই ছেলে অরিন এবং রায়ান।

মাধুরী এবং অনিল কাপুর প্রথম একসঙ্গে কাজ করেন প্রয়াগ রাজের ছবি ‘হেফাজত’য়ে। পরবর্তীতে তাদের একসঙ্গে- তেজাব, বেটা, খেল, পারিন্দা এবং আরও অনেক হিট সিনেমায় দেখা যায়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল ধামাল’ ছবিতে তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।