জাতীয় সংসদ নির্বাচনের ১৮ দিন পর আবারও বড় জমায়েত নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকার পতনে এক দফা দাবিতে আজ শুক্রবার সব জেলায় পতাকা মিছিল করবে দলটি। শনিবার রাজধানীতে একই কর্মসূচি পালন করবে।

ইতিমধ্যে কালো পতাকা মিছিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো পতাকা মিছিলের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। মিছিল করার মৌখিক অনুমতিও পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশের মতো বর্তমানেও দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে আবারও অভিশপ্ত একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। একদলীয় সরকার, একদলীয় সংসদ, একদলীয় আইনকানুন, বিচার-আচার, প্রশাসন—সবকিছু একদলীয় বাকশালময়।

দলের নেতা-কর্মীরা জানিয়েছেন, নির্বাচনের পর আবারও বড় জমায়েত নিয়ে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জেলার কর্মসূচিতে নেতা-কর্মীদের মনোভাব এবং সরকারের অবস্থান বুঝতে চায় দলটি। সে অনুযায়ী আগামী শনিবার রাজধানীসহ দেশের সব মহানগরে বড় জমায়েত করে কর্মসূচি পালনের ছক কষছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল হবে।