আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হয়ে গেলো চমৎকার একটি অনুষ্ঠান। নারী ফ্লোরিডা আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে সবাইকে সক্রিয় হতে হবে।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ফ্লোরিডায় হয়ে গেলো বর্ণাঢ্য একটি অনুষ্ঠান। নারী ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির কর্মকর্তারা। এছাড়া ফ্লোরিডার বিশিষ্টজনেরা এতে যোগ দেন।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফ বি টিভির সিইও এবং এফবি নিউজ টোয়েন্টিফোর এর প্রকাশক ও সম্পাদক টিটন মালিক, সুমনা মালিক, রুবি আওলাদ, নাদিয়া দয়ান, নিকি খোরশেদ, হাসি করিম, তিন্নি চৌধুরী, আইরিন শাহেদ, রুমানা সরকার, সামসুন নাহার, পলি কাজল, ডলি আরিফ ও সুরভি রয়সহ অনেকে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। উৎসবমুখর পরিবেশে বক্তারা বলেন, সমাজের সর্বত্র নারীর অধিকার নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। নারীর প্রতি সব ধরণের বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো হয়।

প্রতিষ্ঠার পর থেকে নারী ফ্লোরিডা এখন পর্যন্ত বাংলাদেশ ও ফ্লোরিডায় বেশ কিছু মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এবারের আয়োজনের মধ্য দিয়ে ফ্লোরিডায় বসবাসকারী দু:স্থ্য নারী সৈয়দা রোমানা বেগমসহ তার প্রতিবন্ধী সন্তান সালমান আউয়ুবকে বিশেষ সহায়তা দেয়া হয়। এই সহায়তার অংশ হিসেবে রোমানা বেগমের বাসস্থানসহ সব ধরণের দায়িত্ব নেয় নারী ফ্লোরিডা।

সংগঠনটির সভাপতি সোনিয়া মান্নান খান বলেন, এভাবে যদি সমাজের সর্বস্তরের সবাই এগিয়ে আসে, তাহলে দূর করা সম্ভব হবে অন্ধকার। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।