আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক আফগান নাগরিক এবং তিন স্প্যানিশ পর্যটক নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, স্থানীয় সময় শুক্রবার বন্দুকধারী উন্মুক্ত গুলি ছুঁড়লে আরও তিন আফগানি এবং চারজন বিদেশি নাগরিক আহত হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তালেবান সরকার। যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। তবে এ হামলার ঘটনায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক বার্তা প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন যে তিনি ‘আফগানিস্তানে স্প্যানিশ পর্যটকদের হত্যার খবরে আমি হতবাক’।
এর আগে শুক্রবার তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছিলেন, বন্দুক হামলায় তিন বিদেশি পর্যটক এবং একজন আফগান নাগরিক নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলায় চার বিদেশি নাগরিক ও তিনজন আফগান আহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তালেবানের এই কর্মকর্তা।
তবে কী কারণে এই হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি তলেবান কতৃপক্ষ।
উল্লেখ্য, বামিয়ান ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে দুটি দৈত্যাকার বুদ্ধ মূর্তির অবশিষ্টাংশের রয়েছে। ২০০১ সালে তাদের পূর্ববর্তী শাসনের সময় তালেবানরা মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিল। তবে ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালেবানরা দেশটিতে পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার এবং বুদ্ধ মূর্তিগুলো দেখার জন্য টিকিট বিক্রি শুরু করে।