ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা কয়েকদিন ধরে আরব আমিরাতে অব্যহতভাবে মিসাইল হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। হুথিদের আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দেশটি। আর তাদের আবেদনে সাড়া দিয়ে আরব আমিরাতে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র।
আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে এ তথ্য।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিনের মধ্যে ফোনে কথা হওয়ার পর সাম্প্রতিক আক্রমণ ঠেকাতে আমিরাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে।
জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক মিসাইল প্রতিরোধী ব্যবস্থা। ফলে হুথিরা যদি কোনো মিসাইল ছুঁড়ে তাহলে সেটি ঠেকিয়ে দেবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজটি।
সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের হয়ে একসঙ্গে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করছে আরব আমিরাত। এর প্রতিশোধ নিতেই দেশটিতে মিসাইল হামলা করছে হুথিরা।
১৭ জানুয়ারী হুথিদের ছোঁড়া মিসাইলে তিনজন নিহত ও ছয়জন আহত হন। যাদের দুইজন ছিলেন ভারতীয়। অপরজন পাকিস্তানের।
সূত্র: আল আরাবিয়া