মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডাং শহরের সামরিক সেনাদের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। ৩২ দিনের টানা লড়াই শেষে সেনাসদস্যরা ঘাঁটি ছেড়ে পালিয়ে গেলে এর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাবতি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাথেডাং এর ৫৫২ লাইট ইনফ্যান্ট ব্যাটেলিয়নের সদর দপ্তর দখলে নেয় আরাকান আর্মি। এসময় আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে বেশ কয়েকজন সেনা সদস্য। এছাড়া কয়েকজন সেনাসদস্যের মরদেহ উদ্ধারের পাশাপাশি বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে গোষ্ঠীটি।

এনিয়ে রাখাইন রাজ্যের ১৭০টি ঘাঁটির দখল পেলো আরাকান আর্মি। পরবর্তী লক্ষ্য হিসেবে বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরের কায়েইন চাউয়ং ফাঁড়ির দিকে এগুচ্ছে গোষ্ঠীটি। তবে এরইমধ্যে জান্তা বাহিনী প্রতিরোধ জোরদার করেছে। ঘাঁটির নিয়ন্ত্রণ ধরে রাখতে একযোগে স্থল, আকাশ ও নৌ হামলা চালাচ্ছে তারা।