আর্জেন্টিনায় শক্তিশালী ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় আর্জেন্টিনা ও চিলির সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দেশ দুটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা।
সুনামির আশঙ্কায় চিলির ভূমিকম্পপ্রবণ অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলোতে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের উপকূল ত্যাগ করে নিরাপদ স্থানে এবং উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আর্জেন্টিনায় ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে পুরো উপকূলজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবালকুয়েক জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত এলাকায় সুনামি তরঙ্গ সৃষ্টি হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।