ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। গতকাল (বুধবার) রাতে আর্সেনালকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে খেলা জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত আর হারলে হারাতে হবে শ্রেষ্ঠত্ব। এমন সমীকরণে মাঠে নামে উড়তে থাকা আর্সেনাল। তবে মাঠে নেমে শুরুতেই সিটির আক্রমণের মুখে পড়ে তারা। প্রথম ১০ মিনিটে তিনবার আর্সেনাল রক্ষণে হানা দেয় সিটিজেনরা।

রক্ষণ সামলে পাল্টা আক্রমণে উঠে আর্সেনালও। ২২তম মিনিটে দারুণ একটা সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু দারুণ পজিশনে বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি এনকেটিয়া।

মিনিট দুই পর নিজেদের ভুলে গোল খেয়ে বসে আর্সেনাল। গোলরক্ষকের উদ্দেশ্যে ব্যাকপাস দেওয়ার চেষ্টা করলে দুর্বল পাস চলে যায় কেভিন ডে ব্রুইনের পায়ে। সেখান থেকে সহজেই গোল আদায় করেন ব্রুইনা।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। ৪২তম মিনিটে পেয়ে যায় গোলের দেখাও।ডি-বক্সে এনকেটিয়াকে সিটি গোলরক্ষক এদেরসন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন আরেক ইংলিশ ফরোয়ার্ড সাকা।

বিরতির পর ৬৮তম মিনিটে রদ্রির হেড কোনোমতে ঠেকান র‌্যামসডেল। পরের মিনিটে হাল্যান্ডের শট ঠেকান র‌্যামসডেল। তবে ৭২ মিনিটের সময় আর তারা সিটিকে থামিয়ে রাখতে পারেনি। মাঝমাঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালেসের ভুলে বল ধরে ঠিকানা খুঁজে নেন জ্যাক গ্রিলিশ। আর ৮২তম মিনিটে গোল করে সিটিকে তৃতীয়বার উল্লাসে ভাসান হাল্যান্ড।

২৩ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে সিটির পয়েন্ট ৫১। সমান সংখ্যক জয় ও ড্র আর্সেনালের। তবে এক ম্যাচ কম খেলেছে দলটি।