ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাকে ওয়ানডে ফরম্যাটে খেলার প্রস্তাব দিয়েছে কাউন্টির দল ওয়ারউইকশায়ার। তবে এ তারকা জানিয়েছেন যদি জাতীয় দলের খেলা না থাকে তবেই কেবল খেলতে আগ্রহী তিনি। রোববার (২১শে মে) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান মিরাজ।

মিরাজ জানান, ওয়ারউইকশায়ারের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন ইংল্যান্ডের জ্যাক লিন্টটের কাছ থেকে। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন লিন্টট। তবে প্রস্তাবের ব্যাপারে এখনো হ্যা-না কিছুই বলেননি।

জাতীয় দলের এই তারকা বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাতীয় দল এবং আমি এটাকে কোনো কিছুর জন্য এড়িয়ে যেতে রাজি নই। যদি কোনো ফাঁক থাকে তবে আমি সেখানে খেলার জন্য বিসিবি থেকে এনওসি চাইব, কারণ এই টুর্নামেন্টে খেলা আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

গত কয়েক বছরে বাংলাদেশ দলের অন্যতম ধারাবাহিক পারফরমার মিরাজ। মূল দায়িত্ব বোলিং হলেও ব্যাটিংয়ে এখন ভরসার জায়গা হয়ে উঠেছেন। চলতি বছরের পহেলা আগস্ট থেকে শুরু হবে কাউন্টির একদিনের আসর। সেক্ষেত্রে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ আছে মিরাজের কাছে।

উল্লেখ্য, এর আগে কেবর তিন বাংলাদেশি খেলোয়াড় কাউন্টিতে খেলার সুযোগ পেয়েছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়া মোস্তাফিজুর রহমান খেলেছেন কাউন্টিতে।