অপেক্ষার প্রহর শেষে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতে অনুষ্ঠিতব্য এবারের ওয়ানডে বিশ্বকাপ চলবে আগামী ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৫ ও ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল। আর মেগা ফাইনাল ম্যাচটি হবে ১৯শে নভেম্বর।
ধর্মশালায় ৭ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তামিম ইকবালরা। ১৪ই অক্টোবর পরের ম্যাচ চেন্নাইতে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৯শে অক্টোবর পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তামিম লিটনরা।
২৪শে অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ২৮ শে অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে খেলবেন সাকিব আল হাসানরা। একই ভেন্যুতে ৩১শে অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
৬ই নভেম্বর বাছাইপর্বের দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১২ই নভেম্বর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা।