আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের যুদ্ধ পশ্চিম গোলার্ধে করোনভাইরাস মহামারির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান দারিদ্রের মতো সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্লিঙ্কেন মঙ্গলবার আমেরিকান অঞ্চলের বার্ষিক সম্মেলনে বলেন, মহামারি ‘পুরো অঞ্চল জুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি’ করার পর এবার সেখানে যুদ্ধের প্রভাব অনুভূত হচ্ছে।

নিজের মূল বক্তব্যে বিঙ্কেন বলেন, এখন ইউক্রেনের উপর রুশ সরকারের নৃশংস আগ্রাসনের সঙ্গে সঙ্গে এইসব আগে থেকেই বিদ্যমান অনেক সমস্যা… আরও খারাপের দিকে গেছে, যুক্তরাষ্ট্র জুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে, সার, গম থেকে পেট্রোলিয়াম পর্যন্ত, দেশের অনেক শিল্পের মূল রপ্তানি বাজার বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনের যুদ্ধ এবং অন্যান্য সংঘাত কীভাবে খাদ্য ও দামকে প্রভাবিত করছে তা সামনে আনতে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের দুটি বৈঠকে সভাপতিত্ব করার পরিকল্পনা করেছেন ব্লিঙ্কেন।