ফিলিস্তিনের গাজায়  ইসরাইলের বিমান হামলায় গত দুই দিনে অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ নারী, ৫ শিশু ও রকেট উৎক্ষেপণ ইউনিটের কমান্ডার রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল এমন অভিযান অব্যাহত রেখেছে বলে দাবি স্থানীয়দের।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বুধবার (১০ই মে) প্রাণ হারিয়েছে ৯ ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন। বুধবার  গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও অভিযান চালায় ইসরাইলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরও ৯ ফিলিস্তিনি।

এদিকে হামলা শুরু হওয়ার পর গাজা এবং পশ্চিম তীরে সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। সীমিত করে দেয়া হয়েছে মানুষের চলাফেরা।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী । পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা করছে ইসরাইল।

বুধবার গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরাইলের আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।

ফিলিস্তিনি মেডিকেল সূত্র বলছে, এই সপ্তাহে এখন পর্যন্ত ইসরাইলের বিমান হামলায় ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে  চারজন পিআইজে কমান্ডার রয়েছে।

হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে।