ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের দখলদারির আইনি বৈধতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলা শুনানিতে আজ যুক্তি তুলে ধরবে চীন, ইরাক ও ইরানসহ ১২টি দেশ।
এর আগে বুধবার শুনানিতে অংশ নিয়ে ইসরাইলের পক্ষে অবস্থানে নেয় যুক্তরাষ্ট্র।
এসময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইন উপদেষ্টা রিচার্ড ভিসেক বলেন, ইসরাইলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যেতে দেশটিকে আইনিভাবে সরে যেতে বাধ্য করা উচিত হবে না।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে ইসরাইলের নিরাপত্তারও নিশ্চয়তা দিতে হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নেয় ইসরাইল। ৫৭ বছর থেকে চলে আসছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব বিষয়ক এ অভিযোগের শুনানি শুরু হয় গত সোমবার (১৯শে ফেব্র“য়ারি)। চলবে আগামী এক সপ্তাহ।
এই শুনানিতে ইসরাইল অংশ নিচ্ছে না তবে একটি পাঁচ পৃষ্ঠার লিখিত বিবৃতি পাঠিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে অভিযোগের এই মামলায় অন্তত ৫২টি দেশ ও তিনটি সংগঠন পর্যায়ক্রমে তাদের যুক্তি উপস্থাপন করবে।