বিনোদন মিডিয়ার দুই জনপ্রিয় ও প্রখ্যাত মুখ আফজাল হোসেন এবং তুষার খান। সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল প্রায় ২৭ বছর আগে চিত্রপরিচালক সৈয়দ সালাহ উদ্দিন জাকীর রচনা ও পরিচালনায় একটি নাটকে।

এরপর আফজালের পরিচালনায় বিজ্ঞাপনে কয়েকবার তুষার খান অভিনয় করলেও নাটকের অভিনয়ে তাদের দেখা যায়নি। এবারের ঈদের জন্য দীর্ঘ সময় পর আবারও এক হয়েছেন এ দুই অভিনেতা। চ্যানেল আইতে ঈদে গত কয়েক বছর ধরে ছোট কাকু সিরিজের ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। ফরিদুর রেজা সাগরের গল্পে এটি নির্মাণ করছেন আফজাল হোসেন। এই সিরিজটির এবারের ঈদ আয়োজন পর্বে অভিনয় করছেন তুষার খান।

এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘এই গল্প নিয়ে সিরিজটির কাজ শুরু করেছিলাম আমরা করোনার আগে। দুদিন শুটিংও করেছিলাম। পরে করোনার জন্য বন্ধ হয়ে গেল। দুবছর পর আবার কাজটি শুরু করেছি। গল্পের প্রয়োজনেই চরিত্রের গুরুত্বের কথা বিবেচনা করেই এতে তুষার খান অভিনয় করেছে।’

তুষার খান বলেন, ‘যদিও বা ডাক্তারের নিষেধ আছে শুটিং করা, তারপরও আফজাল ভাইয়ের নির্দেশনায় এবং তার সঙ্গে একই ফ্রেমে কাজ করার লোভ সামলানো কঠিন। এ জন্যই এ নাটকে কাজ করা। কারণ তার সঙ্গে একটি নাটকেই অভিনয় করেছি। তার নির্দেশনায় কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। এ নাটকে একজন কমেডিয়ানের ভূমিকায় কাজ করেছি। এতটা বছর পর তার সঙ্গে কাজ করে কতটা ভালো লেগেছে এটা ভাষায় প্রকাশের নয়। কারণ ডাক্তারের অনুমতি না থাকার পরও শুধু আফজাল ভাইয়ের কাজ বলেই আমি কাজটি করেছি। আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার প্রতি।’