ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (৩রা জুন) মধ্যরাতে। তাই শেষ মূহুর্তের প্রচারণায় সরগরম এসব উপজেলা।
শেষ দিনে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহবান জানাচ্ছেন।
৫ই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব উপজেলায় বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ।
ভোটের দিন যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি সকল সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
এছাড়াও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।