আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। আজ শনিবার (৩০শে মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন গত নির্বাচনের চেয়ে আরো বেশি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে। ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থীদের কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, “ভোটার কিন্তু প্রার্থীদেরই ভোট দেবে। সুতারাং ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ভোটার উপস্থিতি যদি বলেন, তাহলে সর্বশেষ একটা নির্বাচনে পটুয়াখালীর আমতলীতে ইভিএমএ ৮০ শতাংশ ভোট পড়েছে। একটা ভোটও জালিয়াতি হয়নি।
“সুতরাং নিশ্চিন্ত থাকেন, ভোটার উপস্থিতি অনেক বেশি হবে। আর এজন্য প্রয়োজনে প্রচারের ব্যবস্থাও করা হবে।”
শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে।
প্রথম ধাপের পর ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং ৫ জুন শেষ ধাপের ভোট হবে। এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে হবে সাধারণ নির্বাচন।
আগের ভুল-ত্রুটি শুধরে একটি ভালো উপজেলা নির্বাচন দেওয়ার বিষয়ে সবাইকে আশ্বস্ত করে নির্বাচন কমিশানর আহসান হাবিব খান বলেন, “নির্বাচনে কারো কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই। সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাব, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়।