ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল করার ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। দুই গোল এবং এক অ্যাসিস্ট এই ম্যাচে পর্তুগালের নায়ক রোনালদো। আর এই জয়ের মাধ্যমে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল।
পর্তুগালকে এই জয় এনে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন সিআরসেভেন। জাতীয় দলের জার্সিতে স্প্যানিশ তারকা সার্জিও রামোসের জয়ের রেকর্ড ছিল ১৩১ ম্যাচ। তাকে ছাড়িয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার রোনালদো।
খেলার শুরুতে স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। তবে, দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের মাঠে আধিপত্য দেখায় পর্তুগাল। দলের পক্ষে জোড়া গোল করেছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো।
১টি করে গোল করেছেন রাফায়েল লিয়াও, ব্র“নো ফারনান্দেস ও পেড্রো। এদিকে, ডমিনিক মার্কজুকের একমাত্র গোলে পোল্যান্ড ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয় দলটি।
গ্রুপ পর্বের ৫টি খেলার ৪টিতে জয় দিয়ে নিজেদের গ্র“পের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে নিজেদের যায়গা নিশ্চিত করেছে পর্তুগাল, ড্র করেছে ১টি ম্যাচে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করা স্পেন গ্র“প পর্বের শেষ খেলায় ২-১ গোলের জয় পেয়েছে ডেনমার্কের বিপক্ষে। স্পেনের পক্ষে ১টি করে গোল করেছেন মাইকেল ওয়ারজাবাল ও আয়োজ পেরেজ।