অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জেদ্দার একটি হাসপাতারে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ । বাদশাহ সালমানকে  বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থাতে আছেন।

যদিও প্রতিবেদনে মেডিকেল চেকআপের জন্য বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়। তবে বাদশা ও রাজ পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে সৌদি মিডিয়ায় এখনো কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারী দেশটি পরিচালনা করছেন বাদশা সালমান। তিনি যুক্তরাষ্ট্রের বড় মিত্রও। ইসলামের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান রাজা হওয়ার আগে জুন ২০১২ থেকে সৌদির যুবরাজ এবং ডেপুটি প্রিমিয়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন।