যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস জাতীয় প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেব দায়িত্ব নিলেন এমিলি উইলকিন্স। শুক্রবার (১৯ জানুয়ারি)  সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেসক্লাবের বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। সভায়, ক্লাবের বিদায়ী সভাপতি মিসেস আইলিন ও’রিলি নব-নির্বাচিত প্রেসিডেন্ট মিসেস এমিলি উইলকিনসের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তিনি ক্লাবের নতুন প্রেসিডেন্ট মিস এমিলি উইলকিনসকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ক্লাব পরিচালনায় তার সাফল্য কামনা করেন।

তিনি বিদায়ী প্রেসিডেন্ট মিসেস আইলিন ও’রিলিকে তার মেয়াদে ক্লাবের কার্যক্রম সফলভাবে পরিচালনা করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন প্রেসক্লাবে বিদায়ী প্রেসিডেন্ট মিস আইলিন ও’রিলির সঙ্গে দেখা করেন।