নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে রাখাইন সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষে বুধবার (১৭ই এপ্রিল) কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব উদযাপিত হয়েছে।
একে অপরের গাঁয়ে পানি ছিটিয়ে বরণ করে নেয় রাখাইন নববর্ষ। জেলায় এবার অর্ধশত স্থানে স্থাপন করা হয় জলকেলি মন্ডপ। বুধবার থেকে শুরু হওয়া বর্ষবরণের এই উৎসব চলবে শুক্রবার পর্যন্ত।
রাখাইন বর্ষ ১৩৮৫ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৩৮৬ কে বরণ করতে কক্সবাজারের রাখাইন পল্লীতে চলছে নানা আয়োজন। রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে সাংগ্রে পুয়ে বলা হয়। বুধবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩দিন পর্যন্ত।
সাংগ্রে পুয়ে উপলক্ষে রাখাইন সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা করে। তরুণ-তরুণীরা জলকেলি করে বিগত বছরের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া রাখাইন নববর্ষ উপলক্ষে নাচ, গানসহ নানা সামাজিক উৎসব চলছে।
কক্সবাজার জেলায় অর্ধশত স্থানে হচ্ছে জলকেলি উৎসব। রাখাইনদের বিশ্বাস জলকেলির পানিতে ধুয়ে যাবে বিগত বছরের গ্লানি ব্যর্থতা ও অপূর্ণতা, নব উদ্যোমে শুরু হবে নতুন বছর।
পর্যটকসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ রাখাইন সম্প্রদায়ের বৃহৎ এই উৎসবে দেখতে যান বলে জানান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক মং ছেং হ্লা।
কক্সবাজার শহরে এবার ১২টি জলকেলি মন্ডপ স্থাপন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিতি অনুষ্ঠানে আরো পূর্ণতা পাবে বলে জানান তিনি।