আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় আজ (সোমবার) মালিক আসগর স্কোয়ারে এ হামলার ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদেও প্রতিবেদনে জানিয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়। এসময় পুলিশ সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলে  লক্ষ্যে পৌঁছানোর আগেই সে বোমার বিস্ফোরণ ঘটায়।

জাদরান জানান, জনবহুল স্থানে বোমা বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলেই ছয় বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় ডজনেরও বেশি লোক। আহতদের মধ্যে অন্তত তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্য রয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর সোমবার এতথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।