বিশ্বকাপ বাছাইপর্বে গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ৪৫ মিনিটে চোটে পড়েন নেইমার। গুরুতর হওয়ায় মাঠ ছাড়ার সময় ব্রাজিলীয় পোস্টারবয়ের কান্নাভেজা চোখের দেখা মিলেছিল। লিগামেন্টের চোটে তাকে আবারও অস্ত্রোপচার করাতে হয়। তখন থেকে শঙ্কা বাড়ছিল, এবার এলো খবরটি। আগামী বছর কোপা আমেরিকায় খেলতে পারবেন না ব্রাজিল ফরোয়ার্ড।

নেইমার ও চোট, যেন একে অন্যের চিরসঙ্গী। ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হওয়ার কিংবা ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা হওয়ার অপার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল যার ক্যারিয়ার, তাঁকে বারবার আটকে দিয়েছে চোট।

উরুগুয়ের কাছে ব্রাজিলের ওই হারের ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তখনই বোঝা গিয়েছিল, বড় দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পরে জানা গেছে, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। সেটা ঠিক করাতে গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। এর পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।

মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগামী আসর শুরু হবে আগামী বছরের ২০শে জুন থেকে। ১৪ই জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে এই আসর। কোপায় এবার ‘ডি’ গ্রুপে ব্রাজিল সঙ্গে রয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে। তাদের সঙ্গে প্লে অফ খেলে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যকার একটি দল।

এক রেডিও সাক্ষাৎকারে আল হিলাল তারকাকে নিয়ে দুঃসংবাদটি দেন লাসমার। কিতি বলেন, ‘কোপায় ফেরাটা তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্রুততম সময়ের ভেতর পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ এড়িয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়ার কোনো মানেই হয় না। আমাদের প্রত্যাশা, ২০২৪ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মানে আগস্টে ফিরে আসার জন্য তিনি প্রস্তুত হবেন।’

‘আমাদের ধৈর্য ধরতে হবে। হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচারের পর নয় মাসের আগে ফিরে আসার কথা বলাটা জলদি হবে। জৈবিক সময়কে মানাটা খুবই গুরুত্বপূর্ণ। শরীরে সেই লিগামেন্ট পুনর্গঠনে সময় লাগে। যদি আমরা দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনুসরণ করি, আশা করা যায় তিনি আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবেন।’

নেইমার ইতিমধ্যে একাধিক পেশি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তার দুই গোড়ালিও ভেঙেছিল। পাঁজরে রয়েছে চিড়। ব্রাজিলে হওয়া ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হুয়ান জুনিগার পেছন দিক থেকে করা আঘাতে তার পিঠের একটি হাড় ভেঙে গিয়েছিল।

ব্রাজিলের ইতিহাসের সর্বাধিক গোলদাতা নেইমার, ১২৯ ম্যাচে নিশানাভেদ করেছেন ৭৯ বার। পিএসজিতে ছয় বছর থাকার পর গত আগস্টে ৯০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে গেছেন।