গত ২৪ ঘন্টায় ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেখানে প্রাণ হারিয়েছেন চার ফিলিস্তিনি। গাজায় গত ১ বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসণে মৃত্যেও সংখ্যা ৪২হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল এই গাজা ভূখণ্ডে তাদের বর্বও আক্রমণ অব্যাহত রেখেছে।