গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩৯০ ফিলিস্তিনি নিহত ও ৭৩৪ জন আহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েল-হামাস যুদ্ধ গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে সহায়তা বাড়ানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

গোটা বিশ্ব শান্তি-সমঝোতা নিয়ে ইসরাইলের ওপরে চাপ বাড়ালেও যুদ্ধের গতি যেন বাড়ছেই। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দুইদিনে গাজায় ৩৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩৪ জন।

ইসরাইল সামিরক অভিযান শুরুর পর থেকে সাত দিনের যুদ্ধবিরতির সময়টি বাদ দিয়ে দিনে গড়ে প্রায় তিনশ করে মানুষ নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্যই মনে করেন।

যুদ্ধ ক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে তাদের গণনা সম্ভব হয়নি।