রাফার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় নিহত বেড়ে হয়েছে ৪৫ জনে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। রাফাতে একটি নির্ধারিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিবিরে ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব।
এদিকে ইসরাইলি বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
তেল আবিবের ওই হামলায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলেও তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরইমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, ভুলবশত হয়েছে। তার দাবি, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিলো। কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
নেতানিয়াহু আরও বলেছেন, রাফা থেকে ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। সাধারণ মানুষের কোনও ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত একটা ভুল হয়ে গেছে। এই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং কেন ঘটল সেটি খুঁজে বের করা হবে।
গত সপ্তাহে রাফাতে সব ধরনের হামলা বন্ধ করতে ইসরাইলকে নির্দেশ দেয় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু তা সত্ত্বেও সেখানে ইসরইলের সেনারা হামলা অব্যাহত রেখেছে।