কক্সবাজারের চকরিয়া হারবাংয়ে পর্যটকবাহী ঈগল পরিবহণ ও স্কয়ার ফার্মাসিটিক্যালের কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। আজ (০৮ই ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া হারবাং আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুই গাড়ীর চালক এবং বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামগামী ঈগল পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানির ওষুধবাহী কভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের খাদে পড়ে যাওয়ার পাশাপাশি গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়।”
তিনি বলেন, “নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে থানায় রয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”