ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে দুইটি পরিবর্তন এসেছে। ওই সিরিজে দলে ছিলেন নাইম শেখ। ২৪ বল খেলে ৭ রান করে আউট হয়ে সমালোচনার শিকার হন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আর তাঁকে রাখেনি নির্বাচকরা। তা বদলে দলে আছেন সৌম্য সরকার। ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজ খেলতে যেতে পারেননি তিনি।

বাদ পড়েছেন পেসার নাহিদ রানাও। একই ম্যাচে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও।

এর বাইরে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। তার এরই মধ্যে টেস্ট অভিষেক হয়েছে। এবার লাল সবুজ জার্সি গায়ে দেয়ার পালা তার।

ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে।

১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ২১ ও ২৩ অক্টোবর হবে পরের দুই ম্যাচ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে।

বাংলাদেশ স্কোয়াড– মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।