বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে, শাহীন সুমন পেয়েছেন ১৬০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।
এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৮৮ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সামসুল আলম ও বি এইচ নিশান।
আরও যারা নির্বাচিত হলেন:
ছটকু আহমেদ (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব), ওয়াজেদ আলী বাবলু (প্রচার প্রকাশনা ও দপ্তর)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান।
পরিচালক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬৮জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ৩০২জন পরিচালক।
পরিচালক সমিতির নির্বাচনে আরও দুজন নির্বাচন কমিশন সদস্য ছিলেন সামসুল আলম ও বি.এইচ নিশান।