চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রনিল বিক্রমাসিংহে। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই রনিল বিক্রমাসিংহে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও জাপানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার চার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়।

সংবাদ মাধ্যম আরো জানায়, ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে প্রথম বিদেশী দূত হিসেবে রনিল বিক্রমাসিংহের সাথে সাক্ষাত করেন। তার সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিক্রমাসিংহে বলেন, তার মেয়াদে ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। তাদের অর্থনৈতিক ভাবে সহায়তার জন্যও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ সময় শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি ও দেশটিকে আর্থিক সহায়তার জন্য একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের বিষয় আলোচনা হয় চার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে।