সুদানের ব্রনাইল প্রদেশে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। শুক্রবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সুদানে সহিংসতা ও রক্তপাত সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে এবং এরই প্রতিবাদে বৃহস্পতিবার ব্রুনাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামেন বহু মানুষ। এসময় তারা এই ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেন। একপর্যায়ে এখান থেকে সংঘাতে জড়ায়।
আলজাজিরা বলছে, হাউসা সম্প্রদায়ের জনগণ এবং প্রতিদ্বন্ধী গোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিতর্কের পর গত সপ্তাহে ব্রুনাইল প্রদেশে সংঘর্ষ শুরু হয়। তীব্র বন্দুকযুদ্ধে এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সংঘর্ষ জোরালো রূপ নিলে সেখানকার শত শত বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার কথা জানায়।
সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসার বরাতে আলাজাজিরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গত বুধবার ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।’
সুদানের রাজধানী খার্তুমের ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণে রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকার চারপাশে এই সংঘর্ষ চলছে বলে জানায় আলজাজিরা।