বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পাঁচবারের সংসদ সদস্য রুশনারা আলীকে গৃহায়ণ, কমিউ‌নি‌টি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইতিহাস সৃষ্টি করে ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকর নাম শোনা যায়।

রুশনারা আলী লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও এমপিরা পার্লামেন্ট অধিবেশনে শপথ নেওয়ার পর রাজা তৃতীয় চার্লস টিউলিপ ও রুশনারার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য প্রকাশ করে।

বেথনাল গ্রিন ও বো আসনে ২০১০ সাল থে‌কে টানা চার মেয়াদে লেবার পা‌র্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বা‌চিত হয়ে আসছেন রোশনারা আলী। এবার এই আসনের নাম ও সীমানা প‌রিব‌র্তিত হলেও জয়ী হন তি‌নি।

লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় শ্যাডো ক্যাবিনেটে জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক এবার মন্ত্রী সভায় স্থান করে নেওয়ায় উচ্ছোসিত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।

রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রামে। ছোটবেলায় তি‌নি মা-বাবার সঙ্গে লন্ডনে আসেন।