টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করলেন টেসলা ও স্পেসএক্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। এতে টুইটারের শেয়ার ৬ শতাংশ কমে গেছে।
৪ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার যে চুক্তি করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেক অ্যাকাউন্টের’ সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ধনকুবের, এমনটাই জানা যাচ্ছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো চিঠিতে মাস্কের আইনজীবী বলেন, টুইটার ভুয়া অ্যাকাউন্টের তথ্য চেয়ে করা একাধিক অনুরোধে সাড়া দেয়নি বা তারা বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু এটা কোম্পানির ব্যবসায়ীক কর্মক্ষমতার জন্য মৌলিক দিক।
চিঠিতে বলা হয়েছে, টুইটার কখনো মাস্কের অনুরোধ উপেক্ষা করেছে, কখনো এগুলোকে অযৌক্তিক মনে হওয়ায় প্রত্যাখ্যান করেছে। আবার কখনো মাস্ককে অসম্পূর্ণ তথ্য দিয়ে সেগুলোকে মানতে বলেছে।