কক্সবাজারের টেকনাফের একটি পাহাড়ে স্থানীয় পাঁচ কৃষক অপহরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হ্নীলার পানখালী এলাকার পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপরহরণকারীরা। তাদের মুক্তিপণে পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেছে অস্ত্রধারীরা।
অপহৃতরা হলেন- হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক (২২), শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫), আব্দুর রহিমের ছেলে মো. নুর (১৮) ও নুরুল আমিনের ছেলে আব্দু রহমান (১৫)।
এ বিষয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘অপহরণের খবরটি শুনে এলাকায় এসেছি। অপহৃতদের উদ্ধারের বিষয়ে আমরা সবাই মিলে কাজ করছি।’
এ ব্যাপারে অপহৃতদের স্বজনরা বলেন, প্রতিদিনের মতো গতকাল জুম চাষে পাহাড়ে যায় তারা। কিন্তু রাতে সেহরি খেতে না আসায় তাদেরকে খুঁজতে বের হই। পরে জানতে পারি, তাদের পাঁচ জনকে ধরে নিয়ে গেছে।
’সংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড়কেন্দ্রিক ১০৩টি অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৫২ জন স্থানীয় এবং ৫১ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ফিরে আসা বেশির ভাগকেই মুক্তিপণ দিতে হয়েছে।