সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এ পর্যন্ত ২৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আজকের তিনটিসহ ট্রাইব্যুনালে (প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়) মোট ২৮টি অভিযোগ এসেছে। সবগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর নাম রয়েছে।

প্রথম অভিযোগটি হলো— গত ১৯ আগস্ট দুপুর ২টা ২৫ থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে বনানী থানাধীন মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপরে ভিকটিম শাহজাহানকে গুলি করে হত্যা ও জানাজা ছাড়াই লাশ কবরস্থ করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগ আনা হয়েছে।‌

এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন অভিযোগ দাখিল করেন।

দ্বিতীয় অভিযোগটি হলো— গত ৫ আগস্ট বিকাল চারটা ৩০ মিনিটের সময় রাজধানীর মেরুল বাড্ডা এলাকার বাড্ডা থানা রোডে মো. রায়হানকে হত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে এ অভিযোগ আনা হয়েছে।

এদিকে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন বিচারপতি নিয়োগ হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুুপুরে ট্রাইব্যুনাল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আরো ১০ জন কর্মকর্তা নিয়োগ হওয়ায় মাধ্যমে তদন্ত কাজে গতি আসবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সারাদেশে দায়ের হওয়া মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে পর্যালোচনা ও প্রাথমিক তদন্ত শেষে আসামি চূড়ান্ত করা হবে।