রাজধানীর ধানমন্ডিতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) রাতে ধানমন্ডির একটি বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে ছুরিকাঘাতে আহত চিকিৎসককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে তাকে মৃত বলে জানান।
আবদুর রশিদকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া ধানমন্ডির বাড়িটির ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, আবদুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ উভয়ই চিকিৎসক। তারা যুক্তরাজ্যে থাকেন। প্রতি বছর তারা সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান।
রাতে অস্ত্রসহ ডাকাতদল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতির সময় তারা বাধা দিলে রশিদকে কুপিয়ে জখম করে ডাকাতরা।
তিনি জানান, আহত চিকিৎসককে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।