বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর ফার্স্টলুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।
কিয়ারা আদভানি এবার ধরা দিতে চলেছেন একেবারেই ভিন্ন রূপে। আবেগঘন চলচ্চিত্র থেকে শুরু করে উচ্চমাত্রার বাণিজ্যিক সিনেমা—বিভিন্ন ঘরানায় নিজেকে প্রমাণ করা এই অভিনেত্রীর ক্যারিয়ারে ‘টক্সিক’ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।
সম্প্রতি প্রকাশ পাওয়া কিয়ারার ফার্স্ট লুক পোস্টার এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। পোস্টারে কিয়ারাকে দেখা যায় ঝলমলে আলোয় ভরা এক রঙিন সার্কাসের পটভূমিতে— আকর্ষণীয়, রহস্যময় ও বহুস্তরীয় অবতারে।
তবে বাহ্যিক আড়ম্বরের আড়ালে পোস্টারে স্পষ্ট হয়ে ওঠে চরিত্রটির ভেতরের গভীর আবেগ। চোখে-মুখে লুকিয়ে থাকা শোক ও বিষণ্নতার ছাপ ইঙ্গিত দেয় এক শক্তিশালী অভিনয়নির্ভর চরিত্রের।
সব মিলিয়ে স্পষ্ট, নাদিয়া কোনো গতানুগতিক চরিত্র নয়; বরং এটি কিয়ারা আদভানির ক্যারিয়ারে এক রূপান্তরমূলক অধ্যায় হয়ে উঠতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহানদাস। যশ ও কিয়ারা আদভানির পাশাপাশি এতে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ আরও একঝাঁক তারকা।
সিনেমাপ্রেমী দর্শকদের বাড়তি আকর্ষণ— ‘টক্সিক’ সিনেমাটি ছয়টি ভাষায় মুক্তি পাবে। কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। সব ঠিক থাকলে সিনেমাটি আগামী ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে।












