নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। রোববার (৫ই জুন) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওন্দো রাজ্যে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীরা গির্জা ভবনের বাইরে এবং ভিতরে উপাসকদের ওপর আচমকা গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানা যায়নি।

ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ঘটনাটিকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেন, এটি খুবই দুঃখজনক। অচেনা বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে এটিকে একটি ‘জঘন্য’ অপরাধ বলে নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস।