নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু তৈরির কারখানার গোডাউনে আগুন লেগেছে।
আজ ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট।
শ্রমিকরা জানান, ভোরে কারখানাটির চারতলার গোডাউনে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিক- কর্মচারিরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচা মাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল জানান, সোনারগাঁ গজারিয়া ও গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।