যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জমকালো আয়োজনে পালিত হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচি ও সেবামূলক সংগঠন নারী ফ্লোরিডার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন ফ্লোরিডা প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা। এসময় কমিউনিটি ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দরাও নারী ফ্লোরিডাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ফ্লোরিডার প্রেসিডেন্ট সোনিয়া মান্নান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল ফ্লোরিডার ফাস্ট লেডি এলিজা সুলতানা।

নারী ফ্লোরিডা সাধারন সম্পাদক নাদিয়া করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট পাম বিচ ডেমোক্রাট পার্টি প্রেসিডেন্ট টেরি রেজো। এসময় আরও বক্তব্য রাখেন কংগ্রেস প্রার্থী সাইলা মেক করমিক,  সেফটি ডিপার্টমেন্টের বেগম খাতুন, ক্লাওয়ার্ড কাউন্টি কমিশনার ও কংগ্রেস প্রার্থী ডেল হলনেস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র এডভাইজর সুরাইয়া মোস্তফা,একতারা ফ্লোরিডা প্রেসিডেন্ট ও নারী ফ্লেরিডা এডভাইজার রুবাইয়া মামুন রানু,  ভাইস প্রেসিডেন্ট সোমানা মালিক,  নাজিয়া দেওয়ান সুইটি, অর্গানাইজিং এডভাইজার মুলসারি খানম সীমা সাংগাঠনিক সম্পাদক তিন্নি চৌধুরী, হাসি করিম, উপদেষ্টা হেমা খানম, জাহানারা খান বীণা, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি উপমা আহমেদ, কালচারাল সেক্রেটারি ছবি আক্তার, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি সুরভী রায়, রোমানা খান, মেরি দাস, প্রিয়াংকা সরকার, জান্নাতুল ফাতেমা, ব্যবসায়ী দিনাজ খান, মিয়ামি বৈশাখী মেলার প্রেসিডেন্ট ফিরোজ খান, বাংলাদেশ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সালাম চাকলাদার, একতারা ফ্লোরিডার সিইও এমরান জনি , সহ সভাপতি নিকি খোরশেদ , সহ সভাপতি রুবি আওলাদ , বাংলাদেশ ক্লাব এর সহ সভাপতি সাইফুল সরকার , বাংলাদেশ ক্লাব এর সাংস্কৃতিক সম্পাদক সানি স্বপন, কমিউনিটি নেতা সাইফুল ইসলাম বাবুল, ফ্লোরিডা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক অসীম রায়,  হিসপানিক পলিটিক্যাল অ্যাকশন কমিটি-হিসপ্যাকের মি. স্যাম রোমান, এডভাইজার রুবাইয়া মামুন, ডলি আরিফ, পলি হোসাইন, ডা. সামসাদ বেগম, ভাইস প্রেসিডেন্ট সুইটি দেওয়ান, সহ সভাপতি রুবি আওলাদ, নিকি খোরশেদ, সহ সভাপতি হাসি করিম, আইরিন শহীদ, জয়েন্ট সেক্রেটারি রুমানা সরকার, শামসুন নাহার, অ্যাডভারটাইজিং সেক্রেটারি উর্মিলা দে, উপমা আহমেদ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান উপস্থাপনা করেন বৃষ্টি ইসলাম, সম্পাদিকা নাদিয়া করিম তাকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তরাা ব্রেষ্ট ক্যান্সার বিষয়ে নারীদের আরও সচেতন থাকার আহ্বান জানান। উসমা দয়ান এর কোরআন তেলাওয়াত পর দুদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে নারী ফ্লেরিডার কার্যক্রম শুরু হোয় ,তারা সারা বিশ্বে নারীদের ব্রেষ্ট ক্যান্সার ঝুঁকি ও তার প্রতিকার নিয়েও আলোচনা করেন। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে অংশ নিয়ে সুনাম অর্জন করায় নারী ফ্লোরিডার প্রশংসা করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন আইয়া বিশ্বাস, সুমন বিশ্বাস, সনি মুনমুন, তাজরিয়ান, উসমা দেওয়ান, তারিন, আয়শা প্রমূখ।

অনুষ্ঠানে নারী ফ্লোরিডার পাশে সবসময় থেকে উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতা করায় বিশিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন- বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার  প্রধান উপদেষ্টা  মো ইমরান, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এ বি এম মোস্তফা, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম,  বাংলাদেশ ক্লাবের চেয়ারম্যান ও এফবিনিউজ ২৪/৭ এর সিইও আরশাদ আলী, এফবি টিভির সিইও এবং এফবিনিউজ ২৪/৭ এর সম্পাদক টিটন মালিক, ঢাকা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং এফবিটিভি ও এফবিনিঊজ২৪৭ পরিচালক আওলাদ হাওলাদার, বাংলাদেশ এসোসিয়েশন ফ্লোরিডার সাংগাঠনিক সম্পাদক ও যুবলীগ প্রেসিডেন্ট আওয়াল দয়ান , ফ্লোরিডা যুবলীগ সেক্রেটারি মোঃ খোরশেদ, ফ্লোরিডা যুবলীগ সহ সম্পাদক ডা. শাহীন, এফবিনিঊজ২৪৭ বাংলাদেশ হিন্দু সোসাইটির সেক্রেটারি লিটন মজুমদার, ডিরেক্টর মিল্টন মজুমদার, এবিপেক সিইও ইমন করিম, এবিপেক প্রেসিডেন্ট আবদুল কাদের, ঢাকা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এফবিনিউজ ২৪/৭ এর চেয়ারমযান নাঈম খান দাদন।