জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। নিরাপত্তা, গণমাধ্যমকর্মীসহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার আগেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মুহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে আমেরিকা গেছেন। আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে তার সঙ্গী ৫৭ জন।

২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ভাষণে বাংলাদেশে  ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন, ভবিষ্যত প্রজন্মের আকাঙ্খা ও জনগণের ভাবনা, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এগিয়ে চলার বিষয়গুলো তুলে ধরবেন ডক্টর ইউনূস।

সফরে বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে আমেরিকার সহায়তা চাইবেন ডক্টর ইউনূস।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ আরো কয়েকটি সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস।