পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত। এতে আরও ১৭ জন পাকিস্তানি আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনা দূতাবাস জানিয়েছে, সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা ওই চীনা প্রকৌশলীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এর দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জান বলেছেন, দূর নিয়ন্ত্রিত যন্ত্র ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এ হামলা চালানো হতে পারে।
এক বিবৃতিতে বিএলএ বলেছে, করাচি বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের দল তাদের লক্ষ্যবস্তু ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এই সংগঠনটি দেশটিতে বিদ্যুৎ প্রকল্পের চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।
পুলিশ জানিয়েছে- বিমানবন্দরের কাছাকাছি একটি ট্রাফিক সিগন্যালে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ঘটনাস্থলে আরও একাধিক গাড়ি ছিল। বিস্ফোরণে সাতটি গাড়ি পুড়ে গেছে। ফরেনসিক রিপোর্ট ছাড়া বিস্ফোরণের কারণ জানা সম্ভব নয়।