রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যে ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপের তথ্য পুরোপুরি মিথ্যা। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে বলে দাবি করা হচ্ছে হতা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের কোনো ফোনালাপ তাদের মধ্যে হয়নি।
পেসকভ বলেন, “এ খবর সবৈর্ব মিথ্যা। এটি পুরোপুরি গালগল্প। মিথ্যা তথ্য ছাড়া আর কিছুই না। কোনও আলাপ হয়নি। এখন যেসব তথ্য প্রকাশ হচ্ছে তার মান কেমন এ থেকেই তার প্রমাণ পাওয়া যায়। এমনকি কখনও কখনও স্বনামধন্য প্রকাশনাতেও এমন মিথ্যা তথ্য প্রকাশ হচ্ছে। এমনকি পুতিনের যোগাযোগের এখনও কোনও বাস্তবিক পরিকল্পনা নেই।”
এর আগে, রোববারের ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় ট্রাম্প ইউক্রেন সংঘাত না বাড়াতে পুতিনকে আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়ে।